বরগুনার সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নে নাইম (২৩) নামে এক বিশেষ চাহিদাসম্পন্ন যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে ওই ইউনিয়নের বর খাজুরা গ্রামে একটিলা বাগানে স্থানীয় এক কৃষক কলা বাগানে গেলে পচা গন্ধ পান। এ সময় তিনি একটি অর্ধগলিত যুবকের মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী ও স্থানীয় ইউপি সদস্যকে খবর দেন। তারা এসে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে বরগুনা মর্গে পাঠায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, নাঈম মানসিকভাবে বিকারগ্রস্ত এবং মৃগী রোগী ছিলেন। এছাড়া, তিনি অবসেসিভ-কম্পালসিভ ডিসঅর্ডার (ওসিডি) রোগে আক্রান্ত ছিলেন। গত তিনদিন আগে বাড়ি থেকে বের হওয়ার পরে তিনি আর বাড়ি ফেরেনি বলে জানান নিহতের মা।
এদিকে, মরদেহের হাতের লাল সুতা ও পরনের কাপড় দেখে নাঈমকে শনাক্ত করেছে পরিবার।
বরগুনা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/কেএ