ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে চোরাই পথে ভারতে প্রবেশ ও দেশে আসার সময় সীমান্ত এলাকা থেকে নারী, পুরুষ ও শিশুসহ ২৩ জনকে আটক করেছে বিজিবি।
আটককৃতদের মধ্যে ১১ জন পুরুষ, নয়জন নারী ও তিন শিশু রয়েছে। এ সময় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে আতঁশবাজি ও ভারতীয় চশমা উদ্ধার করা হয়েছে।
সোমবার দিবাগত গভীর রাত থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত সীমান্তের বিভিন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অবৈধভাবে ভারতে প্রবেশ এবং ভারত থেকে চোরাই পথে দেশে আসার সময় বিজিবি ক্যাম্পের সদস্যরা মহেশপুর সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ২৩ জনকে আটক করে। এছাড়া গয়েশপুর সীমান্ত পিলারের কাছ খেকে আসামীবিহীন ভারতীয় ৮৭ পিস চশমা এবং ১২৯ পিস আতশবাজি উদ্ধার করে বিজিবি।
আটককৃতদের বাড়ী ঝিনাইদহ, নড়াইল, মাগুরা, বরিশাল ও পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলায়। তাদেরকে মহেশপুর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে বলেও জানান সাইফুল ইসলাম।
বিডি প্রতিদিন/নাজিম