গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. মাহফুজুর রহমান (২১) নামে কলেজ শিক্ষার্থী হত্যাকান্ডের ঘটনায় চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব-১এর সদস্যরা। টঙ্গীর বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, রাফসান জানি রাহাত(২৮),রাশেদুল ইসলাম(২০),কাওছার আহম্মেদ পলাশ (২৩),রাকিব ইসলাম(২৬)। রবিবার দুপুরে তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। র্যাব-১এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার সালমান নূর আলম এর সাথে যোগাযোগ করলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় ঢাকা-ময়মনসিংহ উড়াল সড়ক টঙ্গী বাজার সেনা কল্যাণভবন এলাকায় ছিনতাইকারীদের এলোপাতারি ছুরিকাঘাতে বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ এর অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী মাহফুজুর রহমানের মৃত্যু হয়। এ ঘটনার পর নিহতের স্বজন মো: জসিম বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এঘটনার পর র্যাব-১এর সদস্যরা নিহতের মোবাইল ফোনের সুত্র ধরে প্রথমে রাকিবকে গেফতার করেন,পরে তার দেয় তথ্য মতে ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত অরো তিনজনকে গ্রেফতার করেন।
বিডি প্রতিদিন/এএম