চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
২০১৭ সালে জেলার শিবগঞ্জ উপজেলার শিবনগর গ্রামে ‘অপারেশন ঈগল হান্ট’ নামে একটি জঙ্গিবিরোধী অভিযানে নিরপরাধ মানুষ হত্যার মামলায় তাকে রবিবার দুপুরে তার গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, গ্রেফতারকৃত গোলাম কিবরিয়ার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং তিনি অনেক ঘটনার সাথে জড়িত।
বিডি প্রতিদিন/এএম