মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে) উপজেলা বিএনপির কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের জেলা সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুনীল কুমার দাস।
কুলাউড়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমদের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক রেদওয়ান খান, সদস্য জয়নাল আবেদীন বাচ্চু, বদরুজ্জামান সজল প্রমুখ।
সম্মেলনে সর্বসম্মতিতে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান মো. আব্দুল গফুরকে সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মেম্বার মো. আব্দুল মতলিবকে সিনিয়র সহসভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ব্যাংকার মির্জা জালাল বেগকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কুলাউড়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়।
বিডি প্রতিদিন/এএ