কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিশেষ অভিযানে মাদক পাচারকারীদের ফেলে যাওয়া একটি কাপড়ের ব্যাগ থেকে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৪ মে) রাত সাড়ে ১১টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার রেজুপাড়া বিওপি (বর্ডার আউট পোস্ট) এলাকায় এই অভিযান চালানো হয়।
৩৪-বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বাহিনীর একটি বিশেষ দল রেজুপাড়া সীমান্তের লেবুবাগান খালের পাশে কৌশলগত অবস্থান নেয়। রাত সাড়ে ১১টার দিকে দুই ব্যক্তি একটি কাপড়ের ব্যাগ হাতে নিয়ে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। এসময় পাচারকারীরা ব্যাগটি ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে ব্যাগটি তল্লাশি করে বিজিবি সদস্যরা ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম পিএসসি বলেন, “মাদক পাচারের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। আমাদের সদস্যরা নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি চালিয়ে সীমান্ত এলাকায় সব ধরনের অপরাধ প্রতিরোধে কাজ করে যাচ্ছেন।”
বিজিবির পক্ষ থেকে উদ্ধারকৃত ইয়াবাগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ