গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় ফাইনালিস্ট হিসেবে জায়গা করে নিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। বৃহস্পতিবার (১৭ জুলাই) দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ান ক্লাব হোবার্ট হ্যারিকেন্সকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে দলটি। এর আগে বুধবার (১৬ জুলাই) সাকিব আল হাসানের দল দুবাইকে হারিয়ে ফাইনালে উঠেছিল বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স।
হোবার্ট প্রথমে ব্যাট করে ১২৫ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন ফ্যাবিয়ান অ্যালেন। এছাড়া ম্যাকডারমট, নিখিল চৌধুরী এবং মোহাম্মদ নবি করেন ২১ রান করে। গায়ানার হয়ে দুর্দান্ত বোলিং করেন গুতাকেশ মোতি, তিনটি উইকেট শিকার করেন তিনি। মঈন আলি ও ইমরান তাহির নেন দুটি করে উইকেট।
জবাবে শুরুটা ভালো হয়নি গায়ানার। মাত্র ১৭ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় দলটি। তবে শিমরন হেটমায়ারের বিধ্বংসী ব্যাটিংয়ে বদলে যায় ম্যাচের চিত্র। ফ্যাবিয়ান অ্যালেনের এক ওভারে ৫টি ছক্কা ও ১টি দুই রান নিয়ে মোট ৩২ রান তুলে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে গায়ানা।
শেষ পর্যন্ত ২১ বল ও ৪ উইকেট হাতে রেখেই ১৬.৩ ওভারে জয় নিশ্চিত করে ক্যারিবীয় দলটি। হেটমায়ার ১০ বলে করেন ঝড়ো ৩৯ রান, আর মঈন আলি করেন ৩০ রান ৩৬ বলে।
আগামী শনিবার, ১৯ জুলাই বাংলাদেশ সময় ভোর ৫টায় ফাইনালে মুখোমুখি হবে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও রংপুর রাইডার্স। যদিও রংপুরের লিগ পর্বে আরও একটি ম্যাচ বাকি আছে, তবে সেই ম্যাচের ফল ফাইনালের সূচিতে কোনো প্রভাব ফেলবে না।
বিডি প্রতিদিন/মুসা