সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, একটি মহল নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের চেষ্টা করছে। ড. ইউনুস নির্বাচনের পক্ষে, যারা নির্বাচন পেছনের ষড়যন্ত্র করবে তাদের সম্মিলিতভাবে প্রতিহত করা হবে। তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা হবে।
বৃহস্পতিবার বিকালে চাঁদপুরের কচুয়া উপজেলা সদর দক্ষিণ ইউনিয়ন বিএনপির আয়োজনে আকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও কর্মিসভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের তিনি এসব কথা বলেন।
সদর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি কামরুল ইসলামের পরিচালনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির প্রধান সমন্বয়কারী শাহজালাল প্রধান, উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন, সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ, কচুয়া উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ মিয়াজী, উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালাম শান্ত, সাধারণ সম্পাদক হাবিবুন নবী সুমন, পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন পাটওয়ারী, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মিয়াজী, উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল প্রধান আবেগ, সাধারণ সম্পাদক সম্রাট রইজ উদ্দিন চৌধুরী প্রমুখ।
এসময় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও মহিলা দলের অসংখ্যা নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে স্থানীয় জনসাধারণের মধ্যে বিএনপির প্রস্তাবিত ৩১দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ