সিলেটে প্রবাসীর বাসা নির্মাণকাজে চাঁদা দাবির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে বুধবার রাত ১১টার দিকে মহানগরীর মেজরটিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া যুবক সাহাদত ইসলাম সুমন (৩২) সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন ইসলামপুর পশ্চিম ভাটাপাড়া এলাকার মৃত আবুল কালামের ছেলে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, দুবাইপ্রবাসী ঝিন্টু চন্দ শহরতলির দেবপুর মৌজার স্বপ্নপুরী আবাসিক এলাকায় বাড়ি নির্মাণ করতে গেলে সাহাদত ইসলাম সুমন চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেন সুমন। এ ঘটনায় প্রবাসী পুলিশের কাছে অভিযোগ করলে বুধবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত সুমনকে গ্রেপ্তার করা হয়।