বিগ সিটি কমিউনিকেশনস এখন আনুষ্ঠানিকভাবে পা রাখল নাটক ও সিনেমা প্রযোজনার জগতে। ফলে দেশের বিনোদন অঙ্গনে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলল। গল্প বলার শক্তিকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত এই প্রযোজনা প্রতিষ্ঠানটি তাদের মূল দর্শন হিসেবে গ্রহণ করেছে- ‘ভালো গল্প, বিশ্বাসযোগ্য নির্মাণ।’ বিনোদনের জগতে নতুন মাত্রা যোগ করতেই ‘বিগ সিটি কমিউনিকেশনস’ শুরু করেছে তাদের যাত্রা, যেখানে থাকবে নতুন ধারার গল্প, মানসম্পন্ন নির্মাণ এবং দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়ার প্রতিশ্রুতি।
আগামী সেপ্টেম্বরের শুরু থেকেই দুটি আলাদা ইউটিউব চ্যানেল- নাটক ঘর এবং বিগ সিটি এন্টারটেইনমেন্ট নামের ব্যানারে নিয়মিত কনটেন্ট প্রকাশ শুরু করবে। এ চ্যানেল দুটির মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় পরিচালক, শিল্পী ও কলাকুশলীদের নিয়ে নতুন ধারার, বাস্তবমুখী এবং হৃদয়ছোঁয়া গল্প উপহার দেওয়া হবে দর্শকদের। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, গতকাল জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান এবং মুশফিক আর. ফারহানের সঙ্গে পাঁচটি নাটকের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। এ নাটকগুলোতে সময়োপযোগী গল্প, সমাজসচেতন বার্তা ও জীবনের টানাপোড়েন উঠে আসবে। নাটকগুলো নির্মাণে থাকবেন নবীন ও অভিজ্ঞ পরিচালকদল, যারা বর্তমান সময়ের দর্শকদের ভালো গল্পের চাহিদা পূরণে অঙ্গীকারবদ্ধ। এ ছাড়াও দুটি চলচ্চিত্র নির্মাণের কাজ প্রক্রিয়াধীন। আগস্টের শুরুতে অফিসিয়াল ঘোষণা দেওয়ার প্রস্তুতি চলছে। এ ছাড়াও ‘বিগ সিটি কমিউনিকেশন’-এর বিশেষ আয়োজন হিসেবে প্রজেক্ট ‘এসপি হায়দার’ নামে একটি থ্রিলার ঘরানার ইউটিউব ফিল্ম সিরিজ আকারে নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে। এ প্রজেক্টে আমরা চুক্তিবদ্ধ হয়েছি অভিনেতা জাহের আলভির সঙ্গে। প্রতি মাসের শেষ সপ্তাহে ‘এসপি হায়দার’ ইউটিউব ফিল্ম মুক্তি পাবে বিগ সিটি এন্টারটেইনমেন্ট ও দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে একসঙ্গে। নির্মাতা হিসেবে থাকছেন রাইসুল ইসলাম অনিক। পরিবেশনা ও প্রযোজনায় বিগ সিটি কমিউনিকেশনস।
বিগ সিটি কমিউনিকেশনসের পরিচালক ও কনটেন্ট প্রধান রাইসুল ইসলাম অনিক বলেন, বর্তমান সময়ের বাস্তবধর্মী ও হৃদয়স্পর্শী গল্প দর্শকের কাছে পৌঁছে দেওয়া, নাটক ও সিনেমার মাধ্যমে সামাজিক বার্তা পৌঁছানো, নতুন প্রতিভাদের সুযোগ দেওয়া এবং বরেণ্য শিল্পীদের সঙ্গে কাজ করার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম বিগ সিটি কমিউনিকেশনস।
এ ছাড়াও বিগ সিটি কমিউনিকেশনস প্রযোজক আরাফাত ডালিম বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, গৎবাঁধা বিনোদনের বাইরে গিয়েও চিন্তাশীল ও আবেগঘন গল্প দিয়েই দর্শকদের মন জয় করা সম্ভব। তাই আমরা গল্পের প্রতি আস্থাশীল, দর্শকের ভালোবাসার প্রতি দায়বদ্ধ।
যোগাযোগের জন্য : হাউস # ৩৩, রোড # ১, ব্লক # এ, নিকেতন, গুলশান-১, ঢাকা-১২১২। মোবাইল : ০১৩১৯০৮৮০৮২। ই-মেইল : [email protected]