ব্র্যাকের চেয়ারপারসন ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, শুধু রাষ্ট্রের পক্ষে সব অসহায় ও পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করা সম্ভব নয়। এজন্য ব্র্যাকসহ অন্যান্য এনজিও ও বেসরকারি খাতের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। গতকাল বগুড়ার দুপচাঁচিয়ায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় আর্থিক সহায়তা প্রদানকালে তিনি এসব কথা বলেন। ড. হোসেন জিল্লুর রহমান বলেন, স্যার ফজলে হাসান আবেদ মানবিকতা প্রতিষ্ঠার লক্ষ্যেই ব্র্যাকের সূচনা করেছিলেন। তিনি বিশ্বাস করতেন, সামাজিক শক্তি ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।
এ সময় তিনি শারীরিক প্রতিবন্ধী যুবক মো. সুজন এলাহী হোসেনের স্বাবলম্বী হওয়ার স্বপ্নপূরণে ব্র্যাকের পক্ষ থেকে ল্যাপটপ ও ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন। তিনি বলেন, এলাহী নিজের উদ্যোগ, প্রতিভা ও প্রচেষ্টার মাধ্যমে ভাগ্য পরিবর্তনের পথ খুঁজেছেন। ব্র্যাক তার এই যাত্রায় পাশে থেকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সহায়তা ও প্রেরণা জুগিয়েছে। সহায়তা প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়ার শাহজাহানপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার তাইফুর রহমান, জেলা প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা মর্জিনা আক্তার, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির পক্ষ থেকে মোহাম্মদ গোলাম রব্বানী, জয়নুল আবেদিন প্রমুখ।
এ সময় এলাহী হোসেন বলেন, ব্র্যাকের এই সহযোগিতা তার জীবনের স্বপ্নপূরণে সহায়তা করবে। সব সীমাবদ্ধতাকে জয় করে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।