গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার উড়িয়া ইউনিয়নের কাটাতারা এলাকায় নদীতে একটি লাশ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি জানানো হলে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “ব্রহ্মপুত্র নদ থেকে উদ্ধার হওয়া যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর হবে।”
বিডি প্রতিদিন/নাজিম