সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল টুর্নামেন্টে নিজেদের চতুর্থ ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকদের হয়ে দুই গোল করেন তৃষ্ণা রানী। অন্য গোলটি আসে স্বপ্না রানীর পা থেকে। টানা চার ম্যাচ জিতে বাংলাদেশ ১২ পয়েন্ট নিয়ে অবস্থান করছে টেবিলের শীর্ষে।
বাংলাদেশ ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে ভুটান সমতা আনার চেষ্টা করেও ব্যর্থ হয়। বাংলাদেশ পেনাল্টি পেয়েও একটি গোল মিস করে। তবে পরে আরও দুটি গোল পাওয়ায় ম্যাচ জয়ে কোনো সমস্যা হয়নি।
এর আগে, বাংলাদেশ ভুটানকে ৪-১ গোলে হারিয়েছিল। ওই ম্যাচটি দুই মাঠে অনুষ্ঠিত হয়েছিল। কিংস অ্যারনোয় প্রথমার্ধে বাংলাদেশ শান্তি মারডির গোলে ১-০ গোলের লিড নিয়েছিল। তিন ঘন্টা পর শুরু হওয়া দ্বিতীয়ার্ধে ভুটান সমতা আনে দ্রুত। এরপর শান্তি মারডি আরও দুই গোল করলে হ্যাটট্রিক পূর্ণ হয় তার। শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় পায় বাংলাদেশ।
আগামী ২১ জুলাই নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। আজ ভুটানকে হারানোর পরও সেই ম্যাচ হারলে বিপদ থেকে যাবে বাংলাদেশের। কেননা নেপাল ৪ ম্যাচ খেলে এরই মধ্যে ৩ জয়ে ৯ পয়েন্ট তুলেছে। বাকি দুই ম্যাচ জিতলে তাদের হবে ১৫।
যেহেতু নেপালের সঙ্গে বাংলাদেশের একটি ম্যাচ রয়েছে সেই ম্যাচ কোনো কারণে মেয়েরা হেরে গেলে আর শ্রীলঙ্কার সঙ্গে জিতলে বাংলাদেশের পয়েন্ট হবে ১৫। দুই দলের পয়েন্ট সমান হলে নিয়মানুযায়ী, হেড টু হেড বিবেচনায় চ্যাম্পিয়ন নির্ধারণ হবে। তবে বাংলাদেশ যদি তাদের বাকি দুই ম্যাচের একটিতে জয়, আরেকটিতে অন্তত ড্র করে তাহলে কোনো হিসাব-নিকাশ ছাড়াই শিরোপা উঠবে স্বাগতিকদের হাতে। মূলত ২১ জুলাই বাংলাদেশ-নেপাল ম্যাচটাই অঘোষিত ফাইনাল। সেদিন নির্ধারণ হয়ে যাবে চ্যাম্পিয়ন।
বিডি প্রতিদিন/এমআই