বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, দেশব্যাপী হত্যাযজ্ঞের বিচার দাবি ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে যুবদল। বৃহস্পতিবার বিকেলে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে বিক্ষোভ শেষ হয়। এর আগে বিভিন্ন উপজেলা ও পৌর এলাকা থেকে যুবদলের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ে আসে। পরে চৌরঙ্গী মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহেদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন হোসেন আজাদ, আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য অ্যাডভোকেট রউস উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুসহ যুবদলের জেলা-উপজেলা ও পৌর শাখার নেতারা বক্তব্য দেন।
বিডি প্রতিদিন/এএ