যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, তাঁর কথায় যুক্তরাষ্ট্রে রেসিপিতে পরিবর্তন নিয়ে আসছে কোকাকোলা। তাঁর ভাষায়, ‘এটা সত্যিই ভালো।’
বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “আমি কোকাকোলার সঙ্গে কথা বলেছি। বলেছি, তাঁরা যেন যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া কোকে আসল আখের চিনি ব্যবহার করে। তাঁরা এতে সম্মত হয়েছে। আমি কোকাকোলাকে ধন্যবাদ জানাতে চাই।”
ট্রাম্পের মতে, এই পদক্ষেপ ‘সত্যিই ভালো’ এবং এতে পানীয়টির স্বাদ আরও উন্নত হবে বলে তিনি বিশ্বাস করেন।
বর্তমানে যুক্তরাষ্ট্রে উৎপাদিত কোকাকোলায় সাধারণত ব্যবহৃত হয় ‘হাই-ফ্রুক্টোজ কর্ন সিরাপ’। অন্যদিকে, মেক্সিকান সংস্করণের কোক তৈরি হয় প্রাকৃতিক আখের চিনি দিয়ে, যেটি অনেকেই স্বাদের দিক থেকে শ্রেয় মনে করেন এবং যুক্তরাষ্ট্রেও জনপ্রিয়ভাবে বিক্রি হয়।
এ বিষয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন কোকাকোলা কোম্পানির এক মুখপাত্রের সঙ্গে কথা বললে তিনি রেসিপি পরিবর্তনের বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানাননি। তিনি শুধু বলেন, কোকাকোলা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের আগ্রহের জন্য আমরা কৃতজ্ঞ। উদ্ভাবনী চিন্তাভাবনা নিয়ে শিগগিরই বিস্তারিত জানানো হবে।
ট্রাম্পের সঙ্গে কোকাকোলার সম্পর্ক বেশ জটিল। ব্যবসায়ী থাকার সময় প্রতিষ্ঠানটির সঙ্গে তাঁর কিছুটা বিরোধ ছিল। তবে ‘ডায়েট কোক’ বরাবরই তাঁর অন্যতম পছন্দের পানীয়। হোয়াইট হাউসে তাঁর সময়কালেই ওভাল অফিসে বসানো হয়েছিল একটি বিশেষ ‘ডায়েট কোক সুইচ’। বোতামটি চাপলেই একজন সহকারী এসে তাঁর সামনে কোক হাজির করতেন।
দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার সময় কোকাকোলার চেয়ারম্যান জেমস কুইন্সি তাঁকে উপহার হিসেবে একটি ডায়েট কোকের বোতল দেন।
বিডি প্রতিদিন/মুসা