গাজা যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট চারজন ইসরায়েলি সেনাসদস্য দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে আত্মহত্যা করেছেন। বুধবার ইসরায়েলের স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে মিডল ইস্ট আই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলি পত্রিকা হারেৎজ জানিয়েছে, আত্মহত্যাকারী চার সেনাসদস্যের মধ্যে দু'জন ছিলেন সক্রিয় দায়িত্বে নিয়োজিত, বাকি দু'জন রিজার্ভ সেনা হিসেবে গাজায় কয়েক সপ্তাহ যুদ্ধ করে সদ্য অবসর নিয়েছিলেন।
এছাড়া টাইমস অব ইসরায়েল জানায়, মঙ্গলবার আরও এক সেনাসদস্য আত্মহত্যার চেষ্টা করেন এবং গুরুতর আহত হন। গত প্রায় দুই বছর ধরে চলমান গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের ওপর ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত ৫৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত ১৭ হাজার শিশু রয়েছে।
যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যেও মানসিক চাপ ও আত্মহত্যার হার বেড়েছে। হারেৎজ-এর তথ্যমতে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৪৩ জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন। এর মধ্যে শুধু চলতি বছরে সাড়ে ছয় মাসেই আত্মহত্যা করেছেন ১৪ জন। ২০২৪ সালে আত্মহত্যার সংখ্যা দাঁড়িয়েছিল ২১ জনে, যা ২০১১ সালের পর সর্বোচ্চ।
এ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, এই যুদ্ধ শুধু প্রাণ নয়, আত্মাকেও হত্যা করে। আত্মহত্যার এই হারকে তিনি ‘অসহনীয়’ বলে মন্তব্য করেন।
বিশ্লেষকরা বলছেন, যুদ্ধক্ষেত্রে দীর্ঘমেয়াদি অংশগ্রহণ, সহিংসতা প্রত্যক্ষ করা এবং যুদ্ধপরবর্তী ট্রমার কারণেই ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে।
বিডি-প্রতিদিন/শআ