ব্রাহ্মণবাড়িয়ার একটি ছিনতাইয়ের ঘটনায় ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার ভিডিওকে গোপালগঞ্জের দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়।
এরপরই ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। তবে রিউমর স্ক্যানার জানিয়েছে, ভাইরাল ভিডিওটি ব্রাহ্মণবাড়িয়ার একটি ছিনতাইয়ের ঘটনায় ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার ভিডিও।
বুধবার (১৬ জুলাই) ভিডিওটির ফ্যাক্টচেক প্রকাশ করে রিউমর স্ক্যানার জানা যায়, আলোচিত ভিডিওটি গোপালগঞ্জের নয়; বরং এটি গত ৪ জুন থেকেই ইন্টারনেটে রয়েছে এবং সেসময় ভিডিওটি ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর বাস স্ট্যান্ড গরুর বাজারে এক ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার দৃশ্য দাবিতে প্রচারিত হয়।
এই বিষয়ে অনুসন্ধানে ‘প্রাণের ব্রাহ্মণবাড়িয়া’ নামের একটি ফেসবুক পেজ ও ‘Mohammad Sajon’ নামের একটি প্রোফাইল থেকে ৪ জুন প্রকাশিত একই ভিডিও খুঁজে পাওয়া যায়। উভয় পোস্টের ক্যাপশনে দাবি করা হয়, এটি ভাদুঘর বাস স্ট্যান্ড গরুর বাজারে এক ছিনতাইকারীকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তরের দৃশ্য।
এ প্রতিবেদন লেখার সজীব ওয়াজেদ জয়ের ভেরিফায়েড ফেসবুকে ভিডিও খোঁজে পাওয়া যায়নি। সম্ভবত তিনি পোস্ট ডিলিট করে দিয়েছেন।
সুতরাং, ব্রাহ্মণবাড়িয়ার একটি পুরনো ভিডিওকে গতকাল গোপালগঞ্জে এক ব্যক্তিকে হত্যা করে পুলিশের গাড়িতে তোলার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
বিডি-প্রতিদিন/বাজিত