দেশের সব প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্ত করার দাবিতে গাইবান্ধায় মানববন্ধন হয়েছে। এ ছাড়া একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুুপরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা শহরে এ কর্মসূচি পালন করে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ। এতে জেলার প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ সামাদ আজাদ, সাধারণ সম্পাদক মমিনুল হক হাউলিদার, সংগঠক বীর মুক্তিযোদ্ধা ময়নুল হক রাজা, শিক্ষক বেলাল হোসেন, জাহেদুল ইসলাম জাহিদ প্রমুখ।
শেষে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমবেত হন শিক্ষক-কর্মচারীরা। পরে সেখান থেকে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে জমা দেন।
বিডি প্রতিদিন/এএ