দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর প্রতিবাদে গ্রামবাসীরা তাৎক্ষণিকভাবে দুই ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছেন।
শুক্রবার (২ মে) দুপুরে ৩২০ মেইন পিলারের সাব পিলার-১০ এর কাছে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম ও বিরল থানার উপ-পরিদর্শক কাওসার।
ওই দুই বাংলাদেশি হলেন- এনামুল ইসলাম (৫০) ও তার ছেলে মাসুম (১৫)। তারা সীমান্তের নিকটবর্তী জমিতে ধান মাড়াইয়ের কাজ করছিলেন।
বিজিবির ধর্মজৈন বিওপির নায়েব সুবেদার রেজাউল করিম জানান, পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান জানানো হয়েছে। বিষয়টি নিয়ে উভয়পক্ষের মধ্যে কূটনৈতিকভাবে আলোচনা চলবে।
ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম বলেন, বাংলাদেশি দুই নাগরিককে ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদে গ্রামবাসী ভারতীয় দুই নাগরিককে আটকে রাখে। পরে বিজিবির উপস্থিতিতে তাদের হস্তান্তর করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ