সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ঝিনাইদহের কালিগঞ্জে শুরু হয়েছে থানা পুলিশের প্রচার অভিযান।
শুক্রবার (২ মে) সকালে মেইন বাসস্ট্যান্ড ও মধুগঞ্জ বাজার এলাকায় এ সচেতনতামূলক প্রচারনা চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার। তিনি যানবাহনের চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং সড়কে যানজট ও অনিয়ম রোধে নির্দেশনা প্রদান করেন।
পৌরসভার বাসিন্দারা জানান, ফুটপাত ও রাস্তার জায়গা দখল করে ব্যবসা পরিচালনার ফলে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটে এবং যানজট ভয়াবহ আকার ধারণ করছে।
ওসি শহিদুল ইসলাম বলেন, যান্ত্রিক যানবাহনের সুষ্ঠু চলাচল নিশ্চিত, ট্রাফিক ব্যবস্থা উন্নয়ন এবং যানজট নিরসনের লক্ষ্যে প্রচারনা চালানো হয়েছে। আগামীকাল (শনিবার) থেকে নিয়মিত অভিযান শুরু হবে।
এ প্রচার কার্যক্রমে পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় গণমাধ্যমকর্মীরাও অংশ নেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ