বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, দেশের অন্য সব পেশাজীবীর মতো সাংবাদিকদের পেশাগত লাইসেন্স থাকা দরকার। সাংবাদিকদের রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে।
বুধবার সকালে ফেনীতে ‘হলুদ সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ কথা বলেন।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, সংবাদপত্রে প্রকাশিত তথ্যের উৎস সূত্রের ব্যাপারে সাংবাদিকদের চাপ দেওয়া যাবে না। হলুদ সাংবাদিকতা পরিহার করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে হবে।
ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মঞ্জুর আহসানের সঞ্চালনায় কর্মশালায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি প্রতিপালনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন প্রেস কাউন্সিল সচিব (উপসচিব) মো. আব্দুস সবুর।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ উন্নয়ন) রোমেল শর্মা ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ সাইফুল ইসলাম। এর আগে, শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফেনী জেলা তথ্য কর্মকর্তা এস এম আল আমিন।
ফেনী সার্কিট হাউজ কনফারেন্স হলে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৪০ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/কেএ