বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামী লীগ ১৬ বছর বিএনপির উপর জুলুম-নির্যাতন করেছে। সেই আওয়ামী লীগকে যারা আশ্রয়-প্রশ্রয় দিবে, যারা আওয়ামী লীগ পুষবে ও আওয়ামী লীগকে মিছিল করার সুযোগ দিবে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। কোন ইউনিয়নে মিছিল হলে সেই ইউনিয়নের নেতাকর্মীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। শনিবার দুপুরে সিরাজগঞ্জ সদর ও পৌর বিএনপি আয়োজিত বিএনপির সদস্য নবায়ন ফরমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টুকু বলেন, যারা ১৬ বছর আন্দোলন-সংগ্রামে থেকেছে, মামলা খেয়েছে ও জেল খেটেছে তারাই প্রথমে বিএনপির সদস্য ফরম পূরণ করবে। কারণ তারা খাঁটি সোনারমতো বিএনপির কর্মী।
সদর থানা বিএনপির সভাপতি সেলিম ভুইয়ার সভাপতিত্বে ও মুন্সী আলমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ