গোপালগঞ্জে বিএনপি নেতার গণসংযোগ ও বাজার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার তালা কেকানিয়া ও বিজয় পাশা বাজারে গণসংযোগ ও বাজার বৈঠক করেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য এম এইচ খান মঞ্জু।
এ সময় জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মেজর (অব:) অহিদুল হক মোল্লা, জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক এস এম সুমন, বিএনপি নেতা মাসুদ শেখ, বিএনপি কর্মী রফিকুল ইসলাম, তোফায়েল শেখ, শহিদুল ইসলাম ঘুঘু, লেলিন বিশ্বাস, জসিম গাজীসহ অসংখ্য নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন।
বিডি প্রতিদিন/এএ