ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় বিতার্কিকদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (ডিইউডিএস) ২০২৪-২৫ সেশনের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে জুবায়ের হোসেন এবং সাধারণ সম্পাদক রাগীব আনজুম নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ডিইউডিএস কার্যালয়ে সকাল ১০ টা থেকে ১১টা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ১৮টি ভোটের মধ্যে জুবায়ের হোসেন ১৫টি ও রাগীব আনজুম ১৩টি করে ভোট পেয়েছেন। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তারা আগামী একবছর দায়িত্ব পালন করবেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ডিইউডিএসের মডারেটর অধ্যাপক ড. এস এম শামীম রেজা, সহকারী নির্বাচন কমিশনার ছিলেন ২০২৩-২৪ সেশনের সভাপতি অর্পিতা গোলদার ও সাধারণ সম্পাদক আদনান মুস্তারি।
বিডি প্রতিদিন/হিমেল