২০২৪-২৫ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রথমবর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে গড় উপস্থিতির হার ৮৮ শতাংশ। শনিবার বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত দুই শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, গত তিনদিনে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এই সেশনের শিক্ষার্থীরা যেন জটে না পড়ে সেটা নিশ্চিত করা হবে। খুব দ্রুতই সব ফল প্রকাশের মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু হবে।
‘সি’ ইউনিটের পরীক্ষার্থী ছিলেন ৯৮ হাজার ৮২০ জন। প্রথম শিফটে ৪৮ হাজার ১১০ জনের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১২ হাজার ৬১৯ জন; ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২১ হাজার ৬৫৮ জন; বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৬ হাজার ৭৬৭ জন; খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৪ হাজার ১৪৩ জন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৯২৩ জন পরীক্ষার্থী উপস্থিত ছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিতির শতকরা হার ছিল ৮৮.২৮।
দ্বিতীয় শিফটে ৫০ হাজার ৭১০ জনের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে বিজ্ঞান গ্রুপের ১২ হাজার ৬১৯ জন ও অ-বিজ্ঞান গ্রুপের ১ হাজার ৫৮২ জন; ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে বিজ্ঞান গ্রুপের ২১ হাজার ৬৫৮ জন ও অ-বিজ্ঞান গ্রুপের ৩৬৮ জন; বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে বিজ্ঞান গ্রুপের ৬ হাজার ৭৬৬ জন ও অ-বিজ্ঞান গ্রুপের ৪৩১ জন; খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে বিজ্ঞান গ্রুপের ৪ হাজার ১৪২ জন ও অ-বিজ্ঞান গ্রুপের ১৮৭ জন; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে বিজ্ঞান গ্রুপের ২ হাজার ৯২৩ জন ও অ-বিজ্ঞান গ্রুপের ৩৪ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিতির শতকরা হার ছিল ৮৮.১১।
‘সি’ ইউনিটে (বিজ্ঞান) সাতটি অনুষদে ২৬টি বিভাগের ১ হাজার ৫১৬টি আসন রয়েছে। ১০০ নম্বরের বহুনির্বাচনি প্রশ্নোত্তরে অনুষ্ঠিত এই পরীক্ষা দেশের পাঁচ বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এমআই