লক্ষ্মীপুরে সদর উপজেলাধীন অবসরপ্রাপ্ত ২৮জন শিক্ষক-কর্মচারীকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার দুপুরে এ কে এম আব্দুল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে শহরের একটি রেস্তোরায় এ সংবর্ধনা দেয়া হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম আব্দুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যুক্ত হন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ড. রেজাউল করিম। এসময় অন্যান্যের মধ্যে আরও ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি ফারুক হোসেন নুরনবী, অধ্যক্ষ হারুন আল মাদানী, আবুল ফারাহ নিশান প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত