কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা উচিত বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআই’র সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী। কলকাতায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
শুক্রবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হন সৌরভ গাঙ্গুলি। পেহেলগাঁও সন্ত্রাসী হামলা প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে, পাকিস্তানের সঙ্গে ভারতের সব ধরনের ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন তিনি।
সাবেক ভারত অধিনায়ক বলেন, ‘১০০ শতাংশ, এটা (পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন) করা উচিত। কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। এটা কোনো তামাশা নয় যে প্রতি বছর এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে।’
ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক টানাপড়েন বহুদিনের। ২০০৮ সালের এশিয়া কাপে পাকিস্তান সফরের পর থেকে ভারত আর দেশটিতে সফর করেনি। সর্বশেষ ২০১২-১৩ মৌসুমে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয়। সে বার পাকিস্তান সীমিত ওভারের ম্যাচ খেলতে ভারত সফর করেছিল। সম্প্রতি অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত পাকিস্তান সফরে না গিয়ে, হাইব্রিড মডেলের অধীনে দুবাইয়ে সব ম্যাচ খেলেছে।
সম্প্রতি পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন নিহত হন। এরপর ভারত পাকিস্তানকে দায়ী করে বিভিন্ন কঠোর পদক্ষেপ নেয়-যেমন পানিবণ্টন চুক্তি স্থগিত, সীমান্ত বন্ধ, কূটনৈতিক সম্পর্ক নিম্ন পর্যায়ে নামিয়ে আনা এবং পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল।
পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও ভারতের কূটনীতিকদের বহিষ্কার করেছে, সীমান্ত বন্ধ করেছে এবং ভিসা বাতিলের ঘোষণা দিয়েছে। ইসলামাবাদ জানিয়েছে, ইন্দাস নদীর পানি সরবরাহ বন্ধ করার চেষ্টা করা হলে, তা ‘যুদ্ধ ঘোষণার’ শামিল হবে।
বিডি প্রতিদিন/এমআই