বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী গাইবান্ধায় উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৬ এপ্রিল) সকালে শহরের ১ নং রেলগেট এলাকায় অবস্থিত জেলা কার্যালয় চত্ত্বরে সংগঠনটির দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে জেলা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ছাত্র ইউনিয়নের জেলা সংসদের সভাপতি ওয়ারেছ সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক নেতা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী। জেলা সংসদের সাধারণ সম্পাদক জুয়েল রানার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক সুজন মাহমুদ, দপ্তর সম্পাদক প্রদ্বীপ বর্মন প্রমুখ।
এসময় কবিতা আবৃত্তি করেন উদীচীর দারিয়াপুর শাখার আবৃত্তিশিল্পী মায়িশা ও নাবিলা। শেষে জেলা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওইখানে এসে শেষ হয়।
বিডি প্রতিদিন/এএ