মুন্সিগঞ্জের সিরাজদীখানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে ইউসুফ খান (৫২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস সড়কের সিরাজদীখান উপজেলার কেয়াইনি ইউনিয়নের নিমতলার কলাবাগান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ খান ফরিদপুর জেলার সালথা থানার বাউশখালী গ্রামের বেদন খানের ছেলে।
হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকামুখী সড়কের কলাবাগান নামক এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রেলিংয়ের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ইউসুফ খান নিহত হন। মরদেহ হাসাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/নাজিম