পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী হুসাইন মোহাম্মদ আশিকের মৃত্যুতে চিকিৎসা অবহেলার অভিযোগ ওঠার পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
একই সঙ্গে অভিযুক্ত কার্ডিওলজি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ডা. এএসএম শামীম আল আজাদকে ওএসডি করে ঢাকার মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে পদায়ন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক আদেশে বিষয়টি জানানো হয়।
পবিপ্রবি’র ডেপুটি রেজিস্ট্রার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
এদিকে ডা. শামীম আজাদকে ওএসডি করায় শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তারা স্থায়ী শাস্তি এবং ভবিষ্যতে এমন গাফিলতি রোধে কঠোর ব্যবস্থা চেয়েছেন।
পটুয়াখালী জেলা প্রশাসক গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক ডা. খালেদুর রহমান মিয়া জানিয়েছেন, বদলিকৃত কর্মকর্তা ৭ কর্মদিবসে মধ্যে নতুন কর্মস্থলে যোগ না দিলে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।
উল্লেখ্য, পবিপ্রবি শিক্ষার্থী আশিক পুকুরে ডুবে গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। অভিযোগ ওঠে, জরুরি বিভাগে চিকিৎসক না থাকায় প্রায় ৪০ মিনিট পর চিকিৎসা শুরু হয়। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।
এ ঘটনায় শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে পুলিশ, র্যাব ও সেনা মোতায়েন করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল