বাংলাদেশ শিক্ষক সমিতি ফেনী জেলা সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
সোমবার (২৪ মার্চ) ফেনী মডেল উচ্চ বিদ্যালয়ে জেলা সভাপতি মো. হারুন অর রশীদ ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাং আলমগীর চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক শেখ কাওছার আহাম্মেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ সফি উল্লাহ, বাংলাদেশ শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক মো. শামিম আল মামুন, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ন আহ্বায়ক প্রফেসর এম এ খালেক, গাজী হাবিবুল্লাহ মানিক.
আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন, ড্যাব জেলা সভপতি ডা. মোবারক হোসেন দুলাল, জেলা ছাত্রদলের সভাপতি সালউদ্দিন মামুন। এছাড়াও এসময় বিশিষ্টজনসহ ফেনী জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ