ময়মনসিংহের নান্দাইলে গতকাল পায়ে শিকল বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির (৫৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্র ও পুলিশের তথ্যে জানা যায়, নান্দাইল সদর ইউনিয়নের রসুলপুর গ্রামের রাসুল জামে মসজিদের পাশে একটি দোকানের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের পায়ে শিকল ও গায়ে কম্বল জড়ানো অবস্থায় ছিল। নান্দাইল মডেল থানার ওসি খন্দকার জালাল উদ্দীন মাহমুদ বলেন, স্থানীয়রা ৯৯৯-এ কল দিয়ে জানালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরিচয় শনাক্ত করা যায়নি।