পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে দেশটির আধাসামরিক বাহিনী ফেডারেল কন্সটাবুলারির (এফসি) একটি সদরদপ্তরে বন্দুকধারীরা হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় এখন পর্যন্ত ছয়জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। যাদের মধ্যে তিনজন সন্ত্রাসী ও তিনজন আধাসামরিক বাহিনীর সদস্য।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৮টায় সাদ্দার-কোহাট সড়কে এফসির সদরদপ্তরের গেইটে আত্মঘাতী হামলাকারীরা বিস্ফোরণ ঘটিয়ে হামলাটি শুরু করে।
কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, তিন আত্মঘাতী বোমারু এফসির সদরদপ্তর লক্ষ্য করে হামলা চালায়, এতে তিনজন নিহত ও আরও পাঁচজন আহত হন।
পুলিশ জানিয়েছে, হামলাকারীরা গুলি করতে করতে সদরদপ্তরটির ভেতরে প্রবেশ করে সেখানে বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দেয়।
এফসির ডেপুটি কমাডান্ট জাভেদ ইকবাল জানান, এ হামলায় আধাসামরিক বাহিনীটির তিন সদস্য নিহত হয়েছেন।
পরিচয় না প্রকাশ করার শর্তে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে বলেন, “এক আত্মঘাতী বোমারু প্রথমে সদরদপ্তরের প্রধান প্রবেশপথে হামলা চালায় আর অন্যরা ভেতরে প্রবেশ করে।
“সেনাবাহিনী ও পুলিশসহ আইন প্রয়োগকারী কর্মকর্তারা স্থানটি ঘিরে রেখেছেন আর সতর্কতার সঙ্গে পরিস্থিতির মোকাবেলা করছেন। আমাদের সন্দেহ, কিছু সন্ত্রাসী সদরদপ্তরটির ভেতরে রয়ে গেছে।”
এই সদরদপ্তরের অবস্থান পেশোয়ারের এক জনাকীর্ণ এলাকায়। এর কাছেই পাকিস্তান সামরিক বাহিনীর একটি ক্যান্টনমেন্ট আছে।
এই এলাকার বাসিন্দা সফদার খান রয়টার্সকে বলেন, “সাদ্দার-কোহাট সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সেনাবাহিনী, পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তারা এলাকাটি ঘিরে রেখেছেন।”
আহত পাঁচজনের মধ্যে দুইজন এফসি বাহিনীর সদস্য। তাদের সবাইকে পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে, জানিয়েছেন মুখপাত্র মোহাম্মদ আসিম।
কোনো জঙ্গি গোষ্ঠী পেশোয়ারে চালানো এ হামলার দায় স্বীকার করেনি।
বিডি প্রতিদিন/নাজিম