সিডনিতে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)–এর প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ‘এক্সএআইইউবিয়ান গ্র্যান্ড রিইউনিয়ন ২০২৫’ উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২২ নভেম্বর) রিজেন্ট পার্কের ডুলিস ক্লাবের রিজেন্ট স্ট্রিট প্যাভিলিয়ন এই রঙিন পুনর্মিলনীটি মুখর ছিল দিনব্যাপী হাসি-আনন্দ, স্মৃতিচারণ আর উষ্ণ বন্ধুত্বের আবহে।
প্রবাসে বসবাসরত এক্সএআইইউবিয়ানদের এই আয়োজন পরিণত হয়েছিল সখ্যতা, স্মৃতি ও আবেগের এক অনন্য মিলনমেলায়। প্রাক্তন শিক্ষার্থীরা দীর্ঘদিন পর একত্রিত হয়ে ভাগাভাগি করেন তাদের প্রবাসজীবনের অভিজ্ঞতা, স্মৃতি ও ভবিষ্যৎ পরিকল্পনা। ছিল আড্ডা, হাসি-ঠাট্টা, ছবি তোলা এবং পুরনো দিনের স্মৃতিতে ফিরে যাওয়ার দুর্লভ সুযোগ।
অনুষ্ঠানে বিনোদনের ব্যাপ্তিও ছিল চোখে পড়ার মতো। এশীয় ঐতিহ্যবাহী খাবারের সুস্বাদু ডিনার, মনোমুগ্ধকর নৃত্য ও সঙ্গীত পরিবেশনা, শিশু ও পরিবারের সদস্যদের জন্য নানা রকম খেলা, রাফেল ড্র, পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদানসহ পুরো অনুষ্ঠানজুড়ে ছিল প্রাণবন্ত উৎসবের আমেজ।
অনুষ্ঠানের পৃষ্ঠপোষক হিসেবে সহযোগিতা করেন, ক্রেটোস, ট্যাপট্যাপ সেন্ড, চিলি বাসিল, মুভস ইন্টারন্যাশনাল, সিবিজি গ্লোবাল এবং এস্কিউব ইভেন্ট। ফেস পেইন্টিং সহযোগী ছিল হানি আর্ট। মিডিয়া সহযোগী হিসেবে দায়িত্ব পালন করে সিডনি প্রতিদিন। সংগীত ও বিনোদনে সহযোগিতা করে মিক্সিং মুডস।
এক্সএআইইউবিয়ানদের এই মহতী উদ্যোগ শুধু একটি রিইউনিয়ন নয়, বরং প্রবাসের মাটিতে নিজেদের সাংস্কৃতিক পরিচয়, বন্ধুত্ব, মমতা ও আত্মীয়তার বন্ধনকে আরও দৃঢ় করার এক অনন্য উদযাপন।
উপস্থিত সাবেক এআইইউবিয়ানরা জানান, এমন আয়োজন তাদের প্রবাসজীবনকে আরও আনন্দময় করে তুলছে এবং কমিউনিটির মধ্যে তৈরি করছে সম্প্রীতির মূল্যবান বন্ধন।
অনুষ্ঠানের শেষে সংগঠকরা আগামী ইংরেজি নববর্ষে ‘বার্ষিক বনভোজন ২০২৬’ আয়োজনের পরিকল্পনা ঘোষণা করেন। প্রবাসী এক্সএআইইউবিয়ানরা আগামীর আয়োজনকে ঘিরে ইতোমধ্যেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
বিডি-প্রতিদিন/জামশেদ