প্রেমের টানে চীনের সিচুয়ান প্রদেশের যুবক লি ইয়ং (৩৮) ছুটে এসেছেন মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে। ফেসবুকে পরিচয় সূত্রে উপজেলার কাঠাদিয়া গ্রামের তরুণী জেসিকাকে (২৫) বিয়ে করে শ্বশুরবাড়িতে বসবাস করছেন তিনি। বাংলাদেশে এসে তিনি নিজের নাম রেখেছেন আবদুল্লাহ। এ ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জেসিকার পরিবার সূত্রে জানা যায়, দেড় বছর আগে ফেসবুকের মাধ্যমে লি ইয়ং- এর সঙ্গে পরিচয় হয় জেসিকার। তাদের সম্পর্ক একসময় প্রেমে রূপ নেয়। এরপরই বিয়ের সিদ্ধান্ত নেন দুজন। গত ১৪ নভেম্বর চীন থেকে তরুণীর বাড়িতে আসেন লি ইয়ং। ওইদিনই পারিবারিক সম্মতিতে স্থানীয় কাজী অফিসে জেসিকার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। এরপর থেকে তিনি মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন এখানকার আবহাওয়া, সংস্কৃতি ও পারিবারিক পরিবেশের সঙ্গে। বিয়ে প্রসঙ্গে জেসিকা বলেন, ‘আমরা প্রথম থেকেই একে অপরকে বুঝতে পেরেছিলাম। সেই বিশ্বাসই আমাদের সম্পর্ককে বাস্তবে নিয়ে এসেছে।’