২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের নয়টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে।
অনলাইন ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হবে ২৫ নভেম্বর থেকে। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এবার ভর্তি পরীক্ষার দায়িত্ব পেয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।
২৩ নভেম্বর গুচ্ছের ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একইসঙ্গে ভর্তি নির্দেশিকাও প্রকাশিত হয়েছে। এবার কৃষি গুচ্ছের নয়টি বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা তিন হাজার ৭০১টি।
কৃষি গুচ্ছের আওতাধীন বিশ্ববিদ্যালয়গুলো— বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন