যুক্তরাষ্ট্রে ইলেকট্রিক এয়ার ট্যাক্সি বা ইভিটল বাজারে আধিপত্য বিস্তারের দৌড়ের শীর্ষ প্রতিযোগী জোবি অ্যাভিয়েশন ও আর্চার অ্যাভিয়েশন আবারও দ্বন্দ্বে জড়িয়েছে। এবার তারা আইনি লড়াইয়ে মুখোমুখি হয়েছে। কর্পোরেট গুপ্তচরবৃত্তি ও বাণিজ্য গোপন তথ্য চুরির অভিযোগে জোবি ক্যালিফোর্নিয়ার সান্তা ক্রুজের একটি রাজ্য আদালতে আর্চারের বিরুদ্ধে মামলা করেছে।
জোবির দাবি, তাদের সাবেক কর্মী জর্জ কিভর্ক চাকরি ছাড়ার আগে গোপনে জোবির ব্যবসায়িক কৌশল, সম্ভাব্য অংশীদারদের সঙ্গে চুক্তির বিবরণ এবং বিমান সংক্রান্ত প্রযুক্তিগত নথি ব্যক্তিগত ইমেইলে পাঠিয়ে রাখেন।
জোবির অভিযোগ, কিভর্ক এই তথ্য আর্চারে যোগদানের পর সেখানে ব্যবহার করেছেন। এর মাধ্যমে আর্চার যুক্তরাষ্ট্রের একটি রিয়েল এস্টেট ডেভেলপারের সঙ্গে তাদের সম্ভাব্য চুক্তিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে।
একটি ফরেনসিক তদন্তে জানা যায়, কিভর্ক জোবির ডজনখানেক ফাইল নিজের ইমেইলে পাঠিয়েছেন, শতাধিক ফাইলের নিরাপত্তা অনুমতি পরিবর্তন করেছেন যাতে চাকরি ছাড়ার পরও তিনি সেগুলোতে প্রবেশ করতে পারেন।
মামলাটি মূলত কর্পোরেট গুপ্তচরবৃত্তির। যেখানে একটি প্রতিষ্ঠানের গোপন বাণিজ্যিক তথ্য প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের কাছে পাচার করা হয়। যুক্তরাষ্ট্রে এই অপরাধ ইকোনমিক এস্পিওনাজ অ্যাক্ট ১৯৯৬ অনুযায়ী ফেডারেল অপরাধ হিসেবে বিবেচিত।
দুবাই এয়ারশো ২০২৫-এ উপস্থিত অবস্থায় আর্চারের চিফ লিগ্যাল ও স্ট্র্যাটেজি অফিসার এরিক লেন্টেল খালিজ টাইমসকে পাঠানো এক বিবৃতিতে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি বলেন, জোবি অভিযোগ করছে আমরা তাদের গোপন তথ্য ব্যবহার করেছি, কিন্তু সত্য হলো আমাদের সেই ডেভেলপারের সঙ্গে কোনো চুক্তিই নেই। কিভর্কও কোনো গোপন তথ্য নিয়ে আসেননি। এটি সম্পূর্ণ খারাপ উদ্দেশ্য নিয়ে করা মামলা।
লেন্টেল আরও বলেন, জোবি প্রতিযোগিতায় টিকে থাকতে না পেরে আদালতের দ্বারস্থ হয়েছে।
জোবি এ বিষয়ে বিস্তারিত মন্তব্য না করলেও আদালতে দাখিল করা অভিযোগপত্রে তারা ক্ষতিপূরণ এবং আর্চারকে গোপন তথ্য ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়ার অনুরোধ জানিয়েছে। মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে ২০ মার্চ ২০২৬।
বিডি প্রতিদিন/নাজমুল