মহিলাদের কেন্দ্র করে সান বাংলায় শুরু হয়েছিল ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’। অল্প সময়েই এই শো জায়গা করে নিয়েছে বাংলার প্রতিটি ঘরে। জনপ্রিয়তার নিরিখে এখন সম্প্রচারিত হচ্ছে সিজন ২। নতুন রূপে, নতুন সাজে, আরও বৃহৎ পরিসরে ফিরে এসেছে ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’। আর এবার সিজন ২-এর মাসিক ফিনালে নভেম্বর ফিনালে সঙ্গে শো-এর বর্ষপূর্তি উদ্যাপন। এ বিশেষ পর্বে হাজির থাকবেন স্বয়ং ‘ইন্ডাস্ট্রি’, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাই ‘বুম্বাদা’ আসছেন শুনেই দারুণ উচ্ছ্বসিত লড়াকু মা লক্ষ্মীরা। সিজন ২-এর এই মাসিক ফিনালে হবে হাসি-খেলা-মজা-উত্তেজনায় ভরপুর। ফিনালের বিজয়িনী জিতে নেবেন ২ লাখ টাকা পুরস্কার। পাশাপাশি থাকছে লক্ষ্মীদের জীবনসংগ্রামের হৃদয়স্পর্শী গল্প, যা মন দিয়ে শুনবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শুধু গল্প নয়, থাকছে বুম্বাদার নাচও। ‘চোখ তুলে দেখো না’, ‘আমি আমি জানি জানি’, নিজের জনপ্রিয় গানগুলোতে নেচে মাতাবেন তিনি। লক্ষ্মীদের লড়াইয়ের গল্প শুনে তাদের মনোবল বাড়িয়েছেন বুম্বাদা। তিনি জানিয়েছেন, এই শো শুধু বিনোদনের মঞ্চ নয়; সমাজের প্রতি দায়বদ্ধতারও এক গুরুত্বপূর্ণ উদাহরণ। ৩০ নভেম্বর সন্ধ্যা ৬টায় সান বাংলায় দেখা যাবে এই ধামাকা মাসিক ফিনালে।