পরিবেশ বিধিমালা না মেনে কৃষি জমিতে নির্মিত ফেমাস ব্রিকস নামের ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজন বসাকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ইটভাটাটি পটুয়াখালীর লোহালিয়া নদীর তীরে অবস্থিত। অভিযানকালে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসন সূত্র জানায়, খাস ও ফসলি জমিতে অবৈধভাবে নির্মিত চিমনি ও চুল্লিসহ ইটভাটার পুরো স্থাপনাই ভেঙে ফেলা হয়।