ব্রাহ্মণবাড়িয়ায় পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা তরুণীসহ দুজনকে আটক হয়েছেন। গতকাল আঞ্চলিক পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ তাদের আটক করে পুলিশে দেয়। তারা হলেন- কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মুক্তার আহমদের মেয়ে হাজেরা বেগম (১৭) ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সৈয়দটুরা এলাকার ফুল মিয়ার ছেলে ইমন মিয়া (১৮)। দুজন ভাইবোন পরিচয় দিয়েছিলেন। হাজেরা জানান, একটি চক্রের সহায়তায় পাসপোর্ট করতে আসেন তিনি।