বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৬ ও আহত ৪৯ জনের পরিবারের সদস্যদের মাঝে সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে বিআরটিএ বগুড়া সার্কেল এ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা প্রশাসক হোসনা আফরোজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।
বিআরটিএ প্রধান কার্যালয়ের উপপরিচালক (প্রশাসন) হেমায়েত উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, বিআরটিএ রাজশাহী বিভাগীয় পরিচালক পার্কন চৌধুরী, বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন, বিআরটিএ বগুড়ার সহকারী পরিচালক (ইঞ্জি.) হারুন উর রশিদ, মোটরযান পরিদর্শক আশরাফুল ইসলাম প্রমুখ।