বাগেরহাটের শরণখোলা উপজেলায় মাদকসেবনে বাধা দেওয়ায় তিনজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। রবিবার রাত ১০টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সজীব হাওলাদার (২৩) ও মিরাজ হাওলাদার (২২) নামে দুই মাদকসেবীকে ধরে পুলিশে দিয়েছে গ্রামবাসী। আহতরা হলেন শফিকুল ইসলাম (৩৫), নাসিম খান (৪০) ও রিয়াদুল হাওলাদার (৩৮)। গুরুতর আহত শফিকুল ইসলামকে শরণখোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শরণখোলা থানার ওসি মো. শহিদুল্লাহ জানান, রবিবার রাত ১০টার দিকে চালিতাবুনিয়া বাজারসংলগ্ন চালিতাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে একদল যুবক মাদকসেবন করতে গেলে স্থানীয়রা বাধা দেয়। এতে মাদকসেবীরা তাদের ওপর লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করে। আটক দুই মাদকসেবীর কাছ থেকে চার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।