সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক ও পারস্পরিক সৌহার্দ বজায় রাখার লক্ষ্যে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) ও ভারতের ১৬১ বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক হয়েছে। গতকাল মেহেরপুরের মুজিবনগর বিওপির সীমান্ত পিলার ১০৫ এমপির কাছে বাংলাদেশের শূন্যরেখায় এ বৈঠক হয়।
বিজিবির পক্ষে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান নেতৃত্ব দেন। এ সময় স্টাফ অফিসারসহ ১০ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। অন্যদিকে বিএসএফের পক্ষে ১৬১ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী সুভাস চন্দ্র গাগুয়ার নেতৃত্বে স্টাফ অফিসারসহ ১৩ সদস্য অংশ নেন। বৈঠকে সীমান্তের সার্বিক পরিস্থিতি, সীমান্ত হত্যা বন্ধ, মানব পাচার প্রতিরোধ, অবৈধভাবে বাংলাদেশি নাগরিক পুশইন বন্ধ, মাদক চোরাচালান রোধ ও সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সৌহার্দপূর্ণ সম্পর্ক অটুট রাখার অঙ্গীকারের মধ্য দিয়ে পতাকা বৈঠক শেষ হয়।