কুমিল্লার চান্দিনায় সুদের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় বৃদ্ধ আলী আকবরকে (৭০) বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতন করা হয়েছে। চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের রসুলপুর গ্রামের আবুল কালামের ছেলে বোরহান এ ঘটনা ঘটায়। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ওই বৃদ্ধকে প্রায় আড়াই ঘণ্টা বেঁধে রাখা হয়। এ সময় হৃদযন্ত্রের সমস্যা দেখা দিলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে মুহূর্তেই সমালোচনার ঝড় ওঠে। চান্দিনা থানার ওসি জাবেদ উল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।