বাগেরহাটের শরণখোলায় সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎপৃষ্টে জাকির আকন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার দক্ষিণ কদমতলা গ্রামে ঘটনাটি ঘটে। জাকির উপজেলার দক্ষিণ কদমতলা গ্রামের হালিম আকনের ছেলে। প্রতিবেশীরা জানায়, জাকির নিজ বাড়ির বাগানে সুপারি পাড়তে গাছে ওঠেন। সুপারির ছড়া (কাঁধি) নিচে ফেলে এক গাছ থেকে আরেক গাছে যাচ্ছিলেন। এ সময় হাত ফসকে পাশের টানা বিদ্যুতের তারের ওপর পড়ে যান।