সিদ্ধিরগঞ্জে র্যাবের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি খেলনা পিস্তল, ১৩টি স্মার্টফোন, সাতটি বাটনফোন, আটটি মোটর ড্রাইভিং লাইসেন্স, একটি ই-ড্রাইভিং লাইসেন্স ও চারটি দেশি অস্ত্র। গতকাল র্যাব-১ ও ১১ যৌথভাবে গাজীপুরের চান্দুরা এলাকায় এ অভিযান পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার নাঈম উল হক। গ্রেপ্তাররা হলেন- সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনি এলাকার শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীর ছেলে সজীব, তার স্ত্রী কল্পনা বেগম, আমিনুল ইসলাম, শামীম মিয়া, বাচ্চু শেখের ছেলে হাফিজ ও হাশেমের ছেলে আকবর।
উল্লেখ্য, মঙ্গলবার রাতে র্যাব-১১ এর সদস্যরা সিদ্ধিরগঞ্জে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীকে আটক করে। তখন তার সহযোগীরা র্যাব সদস্যদের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। হামলায় তিন র্যাব সদস্যসহ চারজন আহত হন।