ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা থেকে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় শাড়ি ও ফুচকা জব্দ করেছে বিজিবি। রবিবার রাতে বিজয়নগর ও কসবা উপজেলার সীমান্তে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। একই সময় কিছু মাদকও উদ্ধার করা হয়েছে। বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান ও বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ এসব তথ্য জানান।