স্ত্রী ও দুই মেয়েকে হত্যা মামলায় যশোরে জহিরুল ইসলাম বাবু নামে এক যুবককে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ অষ্টম আদালতের বিচারক মো. জাকির হোসেন টিপু এ দণ্ডাদেশ দেন। জহিরুল ইসলাম বাবু যশোর সদর উপজেলার জগন্নাথপুর বিশ্বাসপাড়ার মশিউর বিশ্বাসের ছেলে। আদালত সূত্র জানায়, ২০২২ সালের ১৫ জুলাই জহিরুল ইসলাম বাবু স্ত্রী সাবিনা ইয়াসমিন বিথি (৩২) ও দুই মেয়ে সুমাইয়া (৯) ও সাফিয়াকে (২) শ্বাসরোধে হত্যা করে লাশ যশোর-খুলনা মহাসড়কের পাশে চেঙ্গুটিয়ায় বাগানে ফেলে রাখে।