নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। গতকাল সন্ধ্যায় উপজেলার বারদী, আনন্দবাজার ও বৈদ্যেরবাজার এলাকায় পূজামণ্ডপগুলোতে যান ও পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। আজহারুল ইসলাম মান্নান বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে এ সম্প্রীতির ঐতিহ্যকে ধরে রাখতে হবে। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, শারজাহান মিয়া, মো. মোতালেব হোসেন প্রমুখ।