আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে জেলা স্কাউটস। এ উপলক্ষে গতকাল দুপুরে জেলা স্কাউটসের আয়োজনে জর্জ কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে গিয়ে শেষ হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে সড়কের ডিভাইডারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মেহনাজ ফেরদৌস, বাংলাদেশ স্কাউটস ঠাকুরগাঁও জেলার সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু প্রমুখ। জেলা স্কাউটসের উদ্যোগে শহরে প্রায় ১ হাজার বৃক্ষ রোপণ করা হবে।